হাওজা নিউজ এজেন্সি: ইয়েমেনে শহীদদের স্মরণে আয়োজিত বার্ষিক অনুষ্ঠানে আল-হুথি এ কথা বলেন, যা সপ্তাহব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে পালিত হচ্ছে।
আল-হুথি বলেন, “যে জাতি আল্লাহর পথে জিহাদের চেতনা ও শাহাদতের আকাঙ্ক্ষা নিয়ে অগ্রসর হয়, সে জাতি মর্যাদাবান হয় এবং সব বিপদ ও হুমকি মোকাবিলা করতে সক্ষম হয়।”
তিনি আরও বলেন, “শাহাদতই ধ্বংস ও অপমানের বিরুদ্ধে এক অটল প্রতিরোধ।”
ইয়েমেনি এই নেতা জোর দিয়ে বলেন, ইসলামী উম্মাহর ইতিহাস জুড়ে— সেই প্রাচীন যুগ থেকে উপনিবেশিক যুগ হয়ে বর্তমান পর্যন্ত—বহু ভয়াবহ ট্র্যাজেডি সংঘটিত হয়েছে।
তার বক্তব্যে তিনি উল্লেখ করেন, “আমেরিকানরা নিজেরাই স্বীকার করেছে যে, গত ২০ বছরে তারা প্রায় ৩০ লাখ মানুষকে হত্যা করেছে। এদের অধিকাংশই ইসলামী উম্মাহর সদস্য এবং তারা সেই সময় নিরস্ত্র ও দুর্বল অবস্থায় ছিল।”
আল-হুথি বলেন, শত্রুরা কখনও অনাহার ও কখনও অস্ত্র ব্যবহার করে জনগণকে আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা করেছে, কিন্তু সব ষড়যন্ত্রই ব্যর্থ হয়েছে।
তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্র ও ইসরাইলি শাসকগোষ্ঠী মুসলিম জাতিগুলোকে মানসিকভাবে দাসে পরিণত করতে এবং তাদেরকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চেয়েছে। এজন্য তারা বহু দেশ দখল করেছে ও জনগণের ওপর দমননীতি চাপিয়ে দিয়েছে।”
তার ভাষায়, “এই অত্যাচারী শক্তিগুলোর কোনো মানবতা বা করুণা নেই; নিজেদের স্বার্থসিদ্ধির জন্য তারা যেকোনো অপরাধ সংঘটনে দ্বিধা করে না।”
আপনার কমেন্ট